হোটেলে অসামাজিক কাজ, ৮ নারী-পুরুষ ধরা

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : রবিবার, ২০২৩ ডিসেম্বর ২৪, ০১:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
গ্রেপ্তারকৃতরা হলো- হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।

 
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় গণি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি জানান, গতকাল রাত ১০টায় পুরাতন রেল স্টেশন এলাকায় গণি হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework